17 C
আবহাওয়া
৪:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » সাগরে গোসলে নেমে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

সাগরে গোসলে নেমে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু

বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান

বিএনএ, কক্সবাজার : বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে কক্সবাজার সৈকতে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে মোটেল শৈবাল পয়েন্ট সৈকতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- কক্সবাজার শহরের মধ্যম বাহারছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম সাজিন (১৬) এবং একই এলাকার মাহবুব আলমের ছেলে আরিফুল ইসলাম (১৬)। তারা দু’জনেই কক্সবাজার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাতে জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা মিরজাদি মাহবুবা মৌনা বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে আরিফুল ইসলাম ও আকরামুল ইসলাম সাজিনসহ কয়েকজন বন্ধু মিলে গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে আরিফুল ও সাজিন ভেসে যেতে থাকে। এসময় ঘটনাস্থলে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সাজিনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরিফুল ভেসে যায়। পরে আকরামুল ইসলাম সাজিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ঘটনার পর থেকে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা শুরু করে। একপর্যায়ে রাত ৮ টার দিকে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ভাসমান অবস্থায় জেটস্কি চালকরা আরিফুল ইসলামকে মৃত উদ্ধার করে।’

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, ‘বিকেল ৫ টার দিকে এক স্কুলছাত্রকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ