20 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৪০

ভারতে বজ্রপাতে নারী ও শিশুসহ নিহত ৪০


বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে বজ্রপাতে নারী ও শিশুসহ ৪০ জন নিহত হয়েছেন।

রোববার উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে প্রয়াগরাজ জেলায়। সেখানে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে বজ্রপাতে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এ ছাড়া বৃষ্টির কারণে যারা গৃহপালিত পশু হারিয়েছেন তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
বজ্রপাতের অধিকাংশ ঘটনাই ঘটেছে গ্রামাঞ্চলে।  নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
বিএনএনিউজ/জেবি

 

Loading


শিরোনাম বিএনএ