27 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলিতে নিহত ৪

ভারতে সেনা ঘাঁটির ভেতর গোলাগুলিতে নিহত ৪


বিএনএ, ঢাকা: ভারতের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকায় অবস্থিত সেনা ঘাঁটির ভেতর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন।

বুধবার (১২ এপ্রিল) সকালে এই গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিমী কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পরপরই এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং দ্রুত প্রতিক্রিয়া দল অনুসন্ধান চালাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভাটিন্ডা মিলিটারি স্টেশনের অভ্যন্তরে ভোর সাড়ে ৪টার দিকে গুলি চালানোর ঘটনা ঘটে। স্টেশন কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং সিল করা হয়েছে। অনুসন্ধান অভিযান চলছে, চার জনের হতাহতের খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

তবে ভাটিন্ডার এসএসপি গুলনীত খুরানা জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো সেনা জওয়ান গুলি চালিয়েছেন। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন বাকিরা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সিডিএ’র ২০ হাজার কোটির ১৩ প্রকল্পের অনিয়ম তদন্ত শুরু হাটহাজারীতে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩ শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগান জরুরি-সৈয়দা রিজওয়ানা দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ সচিব মাহবুবা ফারজানার দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত- স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কমিটি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট হ্রাসের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি ভারত-বাংলাদেশ সর্ম্পকে বাঁধা ‘হারিয়ে যাওয়া ভাই’! আওয়ামী লীগের আমলের এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে ইসি