33 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - অক্টোবর ২, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামে ইভ টিজিংয়ের জেরে ছুরিকাঘাতে কিশোর খুন

চট্টগ্রামে ইভ টিজিংয়ের জেরে ছুরিকাঘাতে কিশোর খুন

ফেনীতে ছেলের হাতে বাবা খুন

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ইভ টিজিংয়ের জেরে ছুরিকাঘাতে মো. কাউসার (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে নগরের হালিশহর এক্সেস রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত শহিদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।   নিহত কাউসার হালিশহর ছোটপুল শিপিং কলোনির মো. কামালের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক জানান, রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাতে আহত মো. কাউছারকে হাসপাতালে আনা হলে ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সোয়া ১১টার দিকে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চট্টগ্রামের হালিশহর থানার ডিউটি অফিসার এসআই মো. মুবিন জানান, ছোটপুল থেকে বড়পুল এক্সেস রোডের কোনো এক স্থানে ছুরির আঘাতে আহত হয়ে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ইভ টিজিং সংক্রান্ত ঘটনায় এ হত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়।

বিএনএনিউজ/আমিন

Total Viewed and Shared : 139 


শিরোনাম বিএনএ