29 C
আবহাওয়া
৭:৫৮ অপরাহ্ণ - অক্টোবর ১৩, ২০২৪
Bnanews24.com
Home » সিলেটে ট্রাক চাপায় দুই ছাত্রদল কর্মী নিহত

সিলেটে ট্রাক চাপায় দুই ছাত্রদল কর্মী নিহত

সিলেটে ট্রাক চাপায় দুই ছাত্রদল কর্মী নিহত

বিএনএ, সিলেট : সিলেট নগরীতে ট্রাক চাপায় সজীব ও লুৎফুর নামে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সজিবের বাড়ি সিলেট নগরীর বনকলাপাড়া ও লুৎফুরের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলচিশত পয়েন্টে একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সজীব ও লুৎফুর মারা যান।

এদিকে এ ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় অন্তত চারটি ট্রাকে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া অন্তত ৩০টি ট্রাক ভাঙচুর করা হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। আটক ট্রাকচালকের নাম জাহিদ মিয়া (৪৮)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের মৃত মোজাহার এর ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এবিএম আশরাফ উল্যাহ তাহের জাহিদকে আটকের বিষয়টি জানিয়েছেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ