25 C
আবহাওয়া
১১:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » পাকিস্তানে কয়লা খনিতে হামলায় ২০ শ্রমিক নিহত

পাকিস্তানে কয়লা খনিতে হামলায় ২০ শ্রমিক নিহত


বিএনএ ডেস্ক : পাকিস্তানের  বেলুচিস্তান প্রদেশে শুক্রবার সকালে একাধিক কয়লা খনিতে হামলায় ২০ জন শ্রমিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

প্রদেশের রাজনৈতিক প্রধান হাজি খায়রুল্লাহ নাসির গণমাধ্যমকে জানান,   প্রদেশের দুকি এলাকায় এ ঘটনা ঘটে।  অন্তত ১০টি কয়লা খনিতে হামলা চালায় সন্ত্রাসীরা।

পুলিশ জানায়, নিহতদের বেশিরভাগই বেলুচিস্তানের বিভিন্ন এলাকার বাসিন্দা।কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

দুকির জেলা প্রশাসক (ডিসি) কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সেখানে এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডিসি কাকার বলেন, নিহতরা পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।

বিএনএ/ ওজি/হাসনা/এইচমুন্নী


শিরোনাম বিএনএ