31 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » মধুমতি সেতুতে ২ লাখ টাকা টোল আদায়

মধুমতি সেতুতে ২ লাখ টাকা টোল আদায়

দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু

বিএনএ, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা পয়েন্টে মধুমতি সেতুতে ১২ ঘণ্টায় ২ লাখ ২০ হাজার টাকা টোল আদায় হয়েছে। সোমবার (১০ অক্টোবর) রাত বারটায় সেতুটি গাড়ি চলাচলের জন্য খুলে দেয়া হয়। গাড়ি চলাচলের প্রথম ১২ ঘন্টায় এ টোল আদায় হয়।

এ সময়ে বিভিন্ন ধরনের ১ হাজার ৫০০টি যানবাহন সেতু পারাপার হয়েছে। বর্তমানে সেতুটির টোলপ্লাজার ৮টি বুথের মধ্যে ৫টি বুথে টোল আদায় করা হচ্ছে।

১০ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর মধুমতি সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলে ব্যাপক আনন্দ-উৎসবের সৃষ্টি হয়।

জানা গেছে, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর ওপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে যা স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত। তবে ২৭ দশমিক ১ মিটার চওড়া সেতুটিতে চারটি উচ্চ গতির লেন ৪ দশমিক ৩০ কিলোমিটার অ্যাপ্রোচ রোড এবং দুটি সার্ভিস লেনসহ ছয়টি লেন রয়েছে।  এটি নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর এবং ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 1114 


শিরোনাম বিএনএ