32 C
আবহাওয়া
১০:১৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চবিতে ভিসি নিয়োগের দাবিতে ফের মানববন্ধন

চবিতে ভিসি নিয়োগের দাবিতে ফের মানববন্ধন

চবিতে ভিসি নিয়োগের দাবিতে ফের মানববন্ধন

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগের দাবিতে ফের মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। এসময় সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তাঁরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভগের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা সকল বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের দোসর ভিসিদের পদত্যাগে বাধ্য করেছি। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিলেও দেশের অন্যতম স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়নি। ক্যাম্পাসে কোন প্রশাসন না থাকায় আমরা সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপদ না।

তিনি আরও বলেন, আমরা কেন বিশ্ববিদ্যালয়ের কোন অভিভাবক পাচ্ছি না? আমরা কেন ভিসি পাচ্ছি না? লকডাউনে আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, “আজ আমাদের এখানে অবস্থান নেয়ার কথা ছিল না, আমরা গত দুইদিন আগেও ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন করে ২ দিনের আল্টিমেটাম দিয়েছিলাম যা গতকাল শেষ হয়েছে। তবে ভিসি নিয়োগ না দেওয়ায় আমাদেরকে আবার আজ মাঠে নামতে হয়েছে। আমরা চাই ক্লাস রুমে ফিরে যেতে, আমরা চাই পরীক্ষায় অংশগ্রহণ করতে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ভিসি নিয়োগের দাবিতে অন্তর্বর্তী সরকারকে দুই দিনের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

বিএনএনিউজ/ সুমন/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ