32 C
আবহাওয়া
২:২২ অপরাহ্ণ - জুন ৮, ২০২৩
Bnanews24.com
Home » ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা নিহত

ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুল শিক্ষিকা নিহত


বিএনএ, (সাভার) ঢাকা: ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী মোছা. কামরুন্নাহার নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহতের বিষয়টি ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান নিশ্চিত করেন।

এর আগে সোমবার দিবাগত রাতে কালামপুর-সাটুরিয়া সড়কের বাটুলিয়া এলাকায় এই সড়ক দুর্ঘনাটা ঘটে। নিহত কামরুন্নাহার (৫৩) উপজেলা কুশুরা ইউনিয়েনর কান্টাহাটি গ্রামের মৃত. কাশেম আলীর মেয়ে। তিনি কান্টাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

পুলিশ জানায়, রাতে উপজেলার কুশুরা থেকে অটোরিকশায় একাই যাচ্ছিলেন ওই শিক্ষিকা। এসময় বাটুলিয়া এলাকায় অজ্ঞাত ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সকালে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/ ইমরান,এমএফ

Total Viewed and Shared : 19 


শিরোনাম বিএনএ