17 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » লটারির মাধ্যমে নানা মেধার শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী

লটারির মাধ্যমে নানা মেধার শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী

লটারির মাধ্যমে মেধাসম্পন্ন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী

বিএনএ,ঢাকা: লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় দেশের সকল স্কুলে এবার নানা ধরনের মেধাসম্পন্ন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।২০২১ শিক্ষাবর্ষে লটারির মাধ্যমে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত সরকারিভাবে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার(১১ জানুয়ারি)বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারির কেন্দ্রীয়ভাবে উদ্বোধনকালে শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী।

সে সময় দীপু মনি বলেন, এই লটারি প্রক্রিয়ার একটি ভাল দিক হলো-সকল স্কুলে এবার নানা ধরনের মেধাসম্পন্ন শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।করোনা মহামারির কারণে স্কুলগুলোতে যেহেতু বার্ষিক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি, সেকারণে সরকারিভাবে এ বছর লটারির মাধ্যমে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।এ প্রক্রিয়ায় বেসরকারি স্কুলগুলো এবং সম্প্রতি জাতীয়করণকৃত অনেক স্কুল স্থানীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে ভর্তির কাজ লটারির মাধ্যমে সম্পন্ন করছে।এ ডিজিটাল লটারির সার্বিক কারিগরি সহায়তার কাজ করেছে টেলিটক বাংলাদেশ এবং টেলিটকের সফট্ওয়্যারের যথার্থতা যাচাই-বাছাই করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন,বাংলাদেশসহ সারাবিশ্ব করোনা মহামারির কারণে এক কঠিন পরিস্থিতি অতিক্রম করছে।তাই কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে গত বছরের মার্চ মাস থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কিন্তু শিক্ষার্থীরা যাতে শিক্ষা-শিখন কাজ থেকে বঞ্চিত না হয় তার জন্য সংসদ টিভির মাধ্যমে দূরশিক্ষণ, অনলাইন পাঠদান ও এসাইনমেন্টভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে সরকার।যা খুবই সফল ও প্রশংসিত হয়েছে বলে জানান দীপু মনি।

পরে শিক্ষামন্ত্রীর অনুমতিক্রমে ডিজিটাল লটারি উদ্বোধন করতে কম্পিউটার মাউসে ক্লিক করে আজিমপুর সরকারি গার্লস স্কুলের ষষ্ট শ্রেণির শিক্ষার্থী রাদিয়া আনহু তানহা।এর সঙ্গে শিক্ষার্থী বাছাই শুরু করেস ফটওয়ার।শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন হয় সফটওয়ারে।লাটারির ফল পাওয়া যাবে http://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে।

সারাদেশে মোট আসন ৭৭ হাজার ১৪০টি। দেশব্যাপী ৩৯০টি বিদ্যালয়ের জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়। এছাড়া নতুন জাতীয়করণ করা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় কমটির মাধ্যেম লটারি করা হবে।অনুষ্ঠানে জানানো হয়েছে,সারাদেশে সরকারি স্কুলে ভর্তির জন্য ৫ লাখ ৭৪ হাজার ৯২৯ জন শিক্ষার্থী আবেদন জমে পড়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ