37 C
আবহাওয়া
৩:০৭ অপরাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » জামাত-বিএনপির বিরুদ্ধে কুবি ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

জামাত-বিএনপির বিরুদ্ধে কুবি ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

জামাত-বিএনপির বিরুদ্ধে কুবি ছাত্রলীগের প্রতিবাদ মিছিল

বিএনএ, কুবি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাসবাদ, গুম, খুন ও লুটপাটের অভিযোগে প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ।শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন হলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রকিবুল হাসান রকি, সাংগঠনিক সম্পাদক আবু সাদেত মো. সায়েম, কাজী নজরুল ইসলাম হলের সভাপতি নাজমুল হাসান পলাশ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক তারারাতবির হোসেন পাপন মিয়াজিসহ বিভিন্ন হলে নেতা-কর্মীরা।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

Total Viewed and Shared : 15 


শিরোনাম বিএনএ