29 C
আবহাওয়া
৮:৪২ পূর্বাহ্ণ - জুলাই ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ‘আল্লাকে সাক্ষী রেখেই দু’জনে ভালবেসেছি -বিয়ে করেছি’

‘আল্লাকে সাক্ষী রেখেই দু’জনে ভালবেসেছি -বিয়ে করেছি’

সানা খান

‘আল্লাকে সাক্ষী রেখেই দু’জনে ভালবেসেছি ৷ আল্লাকে সাক্ষী রেখেই বিয়ে করেছি ৷ আল্লা আমাদের সারা জীবন একসঙ্গে রাখুক ৷ বেঁধে রাখুক…’ এ কথাগুলো লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন সানা খান।

সানা খান সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন, আনাস সৈয়দের সঙ্গে বিয়ে করেছেন তিনি ৷ লাল লহেঙ্গা পরে স্বামীকে পাশে নিয়ে ছবিও পোস্ট করেছেন ৷ তবে সঙ্গে লিখেও ফেলেছেন তাঁর বিয়ের পর বদলে যাওয়া নাম সৈয়দ সানা খান৷

সানা খান

বিয়ের একমাস হতেই, তাঁর রেজিস্ট্রি করার ভিডিও শেয়ার করলেন সানা ৷ ভিডিও পোস্ট করে সানা লিখলেন, ‘জীবনের সবচেয়ে ভাল ও ঠিক সিদ্ধান্ত নিয়েছি ৷’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর হানিমুনের ছবিও ৷ যে ছবিতে দেখা গিয়েছে, গুলমার্গের বরফে স্বামীর সঙ্গে প্রেমে-আদুরে মাখামাখি করছেন সানা খান ৷ সানা খানের এই উষ্ণ ছবিই ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায় ৷

সানা খান

কয়েক মাস আগেই সিনেমা, অভিনয় ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচবেন বলে স্পষ্টই জানিয়েছিলেন সালমান খানের সুন্দরী নায়িকা সানা খান ৷ এমনকী, সিনেমা ছাড়ার আগেই বয়ফ্রেন্ড মেলভিন লুইসের সঙ্গেও সম্পর্ক ত্যাগ করেছিলেন তিনি ৷ তবে এবার সম্পর্ক ত্যাগ নয়, বরং পাকাপাকিভাবে সম্পর্কে জড়িয়ে পড়লেন সানা খান ৷ সম্প্রতি গুজরাটের মুফতি আনাসের সঙ্গে নিকাহ করলেন সানা খান ৷

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল সানার বিয়ের ভিডিও৷ বাড়ির লোক ও অল্প কয়েকজনের সামনে মুফতি-র বেগম হয়েছেন সুন্দরী সানা ৷ সাদা রঙের গাউনে পরীর মতো লাগছিল সানাকে ৷ মাথা ঢাকা হিজাবে ৷ সানার পোশাকের সঙ্গে তাল মিলিয়ে সানার স্বামী মুফতিও পরেছিলেন সাদা কুর্তা-পাজামা ৷ সানার চোখে মুখে উজ্জ্বল হাসি ৷ দেখেই বোঝা যাচ্ছিল, অভিনয়ের কেরিয়ারে দ্য এন্ড করে খুব একটা ভুল করেননি সানা ৷ কারণ, মুফতির মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন সুন্দর করে জীবন বাঁচার ইঙ্গিত৷ তাই স্বপ্নের পুরুষের সঙ্গেই নতুন করে জীবন শুরু করছেন সানা খান ৷ সূত্র:নিউজ১৮

Loading


শিরোনাম বিএনএ