32 C
আবহাওয়া
৪:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে যুবদল নেতাকে হত‌্যা

রাজধানীতে যুবদল নেতাকে হত‌্যা


ঢাকা মে‌ডিকেল প্রতিবেদক : রাজধানীর ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকায় মোহাম্মদ আবু সাঈদ (৩২) নামে এক যুবদল নেতাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে বলে স্বজনদের অভিযোগ।

শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য   ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রাত  ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের মামা আপেল মাহমুদ জানান, আবু সাঈদ ডেমরার ৬৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। সন্ধ্যার দিকে তিনি চা খেতে বাইরে যান। চায়ের দোকানে যাওয়ার সময় আওয়ামীলীগ  ও যুবলীগের নেতাকর্মীরা তাকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

তিনি আরও জানান, আবু সাঈদ ডেমরার আমতলা বাহির টেংরা এলাকার সিকান্দার আলীর ছেলে ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

আহা, এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ