30 C
আবহাওয়া
৪:৪৭ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » এনএসআই কর্মকর্তার মোটরসাইকেল চুরি; গ্রেফতার ৭

এনএসআই কর্মকর্তার মোটরসাইকেল চুরি; গ্রেফতার ৭

এনএসআই কর্মকর্তার মোটরসাইকেল চুরি; গ্রেফতার ৭

বিএনএ ডেস্ক: গত ২৪ জুলাই লালবাগ কেল্লা সংলগ্ন স্বপ্ন সুপার শপের সামনে নিজের মোটরসাইকেল রেখে কেনাকাটা করতে ঢোকেন এনএসআইয়ের ডিডি মো. রেজাউল করিম। কেনাকাটা শেষে এসে দেখেন তার মোটরসাইকেল নেই। পরে তিনি লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

সেই মামলার সূত্র ধরে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সোহেল ঢালী, সুনীল দাস, আওয়াল, হৃদয়, হুমায়ুন, স্বাধীন সরদার ও রনি ওরফে কুত্তা রনি। এসময় তাদের হেফাজত থেকে চোরাই ১০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বুধবার (১০ আগস্ট) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন তাঁর কার্যালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ে জানান, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রযুক্তিগত বিষয় বিশ্লেষণ করে দেখা যায় দুইজন ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করেছে। প্রথমে তাদের অবস্থান শনাক্ত করে সোহেল, সুনীল এবং আওয়ালকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হৃদয়, হুমায়ুন, স্বাধীন সরদার ও রনি ওরফে কুত্তা রনিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ১০ টি মোটরসাইকেল।

জাফর হোসেন জানান, সোহেল, সুনীল ও আওয়ালই চুরি চক্রের মূলহোতা। তাদের কাছে থাকে ‘মাস্টার কি’। এই ‘মাস্টার কি’ দিয়ে চোখের পলকেই যেকোন মোটরসাইকেল চুরি করতে পারে। হৃদয়, হুমায়ুন, স্বাধীন ও রনি অভ্যাসগতভাবে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করতো। এদের প্রত্যেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জাফর হোসেন জানান, চক্রের সদস্যরা প্রথমে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রেকি করে এবং চালকদের উপর নজর রাখে। যেসকল মোটরসাইকেলে অতিরিক্ত লক বা তালা থাকে না বা লক একটু দুর্বল থাকে সেগুলো টার্গেট করে। তারা চোরাই মোটরসাইকেল মাওয়া ঘাট পার হয়ে হৃদয়, হুমায়ুন, স্বাধীন সরদার ও রনিদের কাছে ২০/২৫ হাজার টাকায় বিক্রি করতো। ওরা আবার সেই মোটরসাইকেলগুলো ৩০/৩৫ হাজার টাকায় বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। জুরাইন থেকে তারা ‘মাস্টার কি’ সংগ্রহ করে। তারা পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবার একই কাজে জড়িত হয়।

চক্রের কাছ থেকে ১০ মোটরসাইকেল উদ্ধার
চক্রের কাছ থেকে ১০ মোটরসাইকেল উদ্ধার

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর ইঞ্জিন ও চেসিস নং

১। ছাই রংয়ের টিভিএস আরটিআর মোটরসাইকেল (বর্ণিত মামলার চোরাই মোটরসাইকেল), যার ইঞ্জিন নং- C1D5098118 এবং চেসিস নং MD624HC15F2A52460,

২। নীল রংয়ের নাম্বার প্লেটবিহীন ইয়ামাহা ফেজার মোটরসাইকেল, যার চেসিস নং ME1RG4444H0003850, ইঞ্জিন নং- G3J3E0021988,

৩। সাদা রংয়ের নাম্বার প্লেটবিহীন ইয়ামাহা ফেজার মোটরসাইকেল, যার চেসিস নং ME1RG4444BJ0031662, ইঞ্জিন নং- G3J3E0396625,

৪। লাল রংয়ের নাম্বার প্লেটবিহীন টিভিএস আরটিআর মোটরসাইকেল, যার চেসিস নং MD624HC11D2H30151, ইঞ্জিন নং- C1L3070812,

৫। নীল রংয়ের নাম্বার প্লেটবিহীন টিভিএস আরটিআর মোটরসাইকেল, যার চেসিস নং MD634KE40J2A60418, ইঞ্জিন নং- 0E4AJ2162180,

৬। লাল রংয়ের পালসার মোটরসাইকেল, যার চেচিস নং MD2A11CY4HWM90504, ইঞ্জিন নং-DHY WHM32399, রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ল- ৩৩-০৬৫৭,

৭। লাল রংয়ের নাম্বার প্লেটবিহীন টিভিএস আরটিআর মোটরসাইকেল, যার চেসিস নং MD624HC15D2G28416, ইঞ্জিন নং- C4K3074761,

৮। লাল-কালো রংয়ের নাম্বার প্লেটবিহীন পালসার মোটরসাইকেল, যার চেসিস নং MD2DHDHZZTCD25698, ইঞ্জিন নং-DHGBTD19180.

৯। কালো রংয়ের নাম্বার প্লেটবিহীন হর্নেট মোটরসাইকেল, যার চেসিস নং PSOKC2390JH106343, ইঞ্জিন নং- KC23E-7-6006539,

১০। নীল রংয়ের নাম্বার প্লেটবিহীন টিভিএস আরটিআর মোটরসাইকেল, যার চেসিস নং ও ইঞ্জিন নং মুছে ফেলা হয়েছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ