24 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ৭০০ বছ‌রের পুরা‌নো মন‌জিল

৭০০ বছ‌রের পুরা‌নো মন‌জিল

মেলা

চট্টগ্রা‌মের সাতকা‌নিয়া উপ‌জেলার সোনাকা‌নিয়া গ্রা‌মের মন‌জি‌লের দরগাহ নামক স্থা‌নে প্রতিবছর ১০ মহরম মেলা অনু‌ষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবারও(৯ আগস্ট ২০২২) সারা‌দিন মেলা ছিল নারী পুরুষ ও শিশু‌দের পদচারণায় বেশ জমজমাট। ৭০০বছরের বেশি সময় ধরে এই লোকজ শিল্পের মেলা (মনজিল) অনু‌ষ্ঠিত হয়ে আসছে।  ১২০০ খ্রিস্টা‌ব্দে ইরা‌কের নাগ‌রিক আল্লামা শরফু‌দ্দিন কাতালপীর(র.) যিনি চট্টগ্রা‌মের কাতালগ‌ঞ্জের মূল কাতালপী‌রের ভাতিজা মন‌জি‌লের দরগাহ নামকস্থা‌নে ১০মহরম সকা‌লে শহীদ হন। চাহশ‌তের নামাজ আদায়কা‌লে মগ তরুণ-তরুণীরা এলাকায় ধর্মপ্রচার করার প্রতিবা‌দে তা‌কে কতল ক‌রেন।সে সময় ওই এলাকায় মুসলমা‌নের সংখ‌্যা ছিল হা‌তে গোনা ক‌য়েকজন। এ ঘটনার খবর চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে পড়‌লে ভীত সন্ত্রস্থ হ‌য়ে মগরা এলাকা ছে‌ড়ে পা‌লি‌য়ে যায়। প‌রে চট্টগ্রা‌মের মগরাজার রাজধানী ও সাতকা‌নিয়ার ‌বোমাং রাজার (বাজা‌লিয়া) প্রতি‌নি‌ধি এবং মুসলমান নেতারা এ‌সে ওই কাতালপীর‌কে সেখা‌নে দাফন ক‌রেন। আজও সেখা‌নে তার মাজার বিদ‌্যমান। মাজা‌রের চারপা‌শে প্রতিবছর ১০মহরম মেলা ব‌সে।

মেলায় দেশীয় কারু,  বাঁশ ও বেত এবং মাটির তৈরির পণ্য ছাড়াও নানা ঐতিহ্যের খাবার, শিশুদের খেলনা বিক্রয় হয়। দোলনায় চড়ে গ্রামের শিশু কিশোররা বেশ আনন্দ পায়।

বিএনএনিউজ২৪/ এসজিএন

Loading


শিরোনাম বিএনএ