36 C
আবহাওয়া
৭:১২ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » পাহাড় কাটলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ ও বন মন্ত্রী

পাহাড় কাটলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ ও বন মন্ত্রী

পাহাড় কাটলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ ও বন মন্ত্রী

বিএনএ, রাঙামাটি: পাহাড় কাটলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। শুক্রবার(১০ মার্চ) সকালে রাঙামাটি বন বিভাগের ১২ কোটি টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ ছাড়াও শুক্রবার বিকালে রাঙামাটির কাপ্তাই ন্যাশনাল পার্ক এলাকায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য জেলা রাঙামাটিতে নতুন বনায়ন করা হবে । হাতি ও মানুষের দ্বন্ধ নিরসন করে বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরী করতে হবে। এক সময় পার্বত্য চট্টগ্রাম হাতির আবাসস্থল ছিল কিন্তু আমরা তাদের আবাসস্থল ধ্বংস করে ফেলেছি। বনে খাবার না পেয়ে হাতি লোকালয়ে আসছে। হাতি যে খাবার গুলো খায় সেই সকল গাছ রোপন করতে হবে।

বিকালে কাপ্তাইয়ে ক্ষতিগ্রস্থ পনেরো পরিবারের মাঝে ৬ লাখ ২০ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন মন্ত্রী। এ সময় রাঙামাটি বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ