21 C
আবহাওয়া
১:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » রাতেই জিরো পয়েন্টে ছাত্র-জনতার অবস্থান

রাতেই জিরো পয়েন্টে ছাত্র-জনতার অবস্থান

রাতেই জিরো পয়েন্টে ছাত্র-জনতার অবস্থান

ঢাকা: আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রাতেই গুলিস্তানের জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্র-জনতা। রোববার (১০ নভেম্বর) সেখানে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিল প্রতিহত করার প্রস্তুতি নিয়েছে তারা।

শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে।’ পরবর্তীতে একটি পোস্টে দলের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানানো হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে জানানো হয়, বিকেল ৩টায় কর্মসূচি শুরু হবে।

এদিকে আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড প্রোফাইলে ঘোষণা দিয়ে বলেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি একই ভেন্যুতে, যেখানে দুপুর ১২টাতেই ছাত্র-জনতাকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।

এই পাল্টা কর্মসূচি ঘোষণার পর থেকেই গুলিস্তান এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায়। অনেকে লাঠিসোঁটা হাতে সেখানে উপস্থিত হন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তারা জানান, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতেই জিরো পয়েন্টে জড়ো হয়েছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটি এখনও সফলভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এর আগে ১৫ আগস্ট ও জেল হত্যা দিবসের মতো কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ কম ছিল।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ