বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম): সাতকানিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা ও গাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র।
শনিবার(৯ সেপ্টেম্বর) সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দীকি।
প্রশিকার উপ-পরিচালক শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রশিকার প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, প্রশিকার গভর্নিং বডির সদস্য মোহাম্মদ ইয়াকুব মিয়া, প্রশিকার উপ-পরিচালক আনোয়ারুল ফারুক ও অজয়মিত্র শঙ্কু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিকার উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল কাশেম। প্রশিকা সাতকানিয়া ও ফুলতলা উন্নয়ন এলাকার এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান।
অনুষ্ঠান শেষে প্রশিকার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিজনকে তিন হাজার টাকা ও গাছের চারা বিতরণ করা হয়।
bnanews24, এসএমএনকে, এসজিএন
Total Viewed and Shared : 16,418