36 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » বাঁশখালীর বাহারছড়া উপনির্বাচনে রেজাউল করিম জয়ী

বাঁশখালীর বাহারছড়া উপনির্বাচনে রেজাউল করিম জয়ী

বাঁশখালীর বাহারছড়া উপনির্বাচনে রেজাউল করিম জয়ী

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে মো. রেজাউল করিম চৌধুরী অটোরিকশা প্রতীকে ৩ হাজার ৬০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার আজিম টেলিফোন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৩৬ ভোট।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ হলরুমে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বাহারছড়া ইউনিয়নের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

ঘোষিত ফলাফলে জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের মধ্যে মোহাম্মদ জসিম উদ্দিন খোকন আনসার প্রতীকে ৩ হাজার ১৩৮ ভোট, সাদুর রশিদ চৌধুরী চশমা প্রতীকে ২ হাজার ৪৫৯ ভোট, এম বখতিয়ার উদ্দিন চৌধুরী করিম টেবিল ফ্যান প্রতীকে ১ হাজার ৮৭৯ ভোট, মায়মুনুর রশিদ চৌধুরী মোটরসাইকেল প্রতীকে ১ হাজার ১৯৭ ভোট, নাছির উদ্দীন খান ঢোল প্রতীকে ৬০৬ ভোট পেয়েছেন।

গত বছরের ২৫ সেপ্টেম্বর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম মারা যান। এরপরই ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়। বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ভোটার সংখ্যা ছিল ৩১ হাজার ২৭৬ জন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ