বিএনএ, ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ‘সুজন মাঝি’ মুক্তি পেল ১৯ হলে
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ৮৪২ পিস ইয়াবা, ৫৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০৫ দশমিক ৫ গ্রাম ৩১১ পুরিয়া হেরোইন, ২১০ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ ও ৯৬ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বিএনএনিউজ/বিএম
Total Viewed and Shared : 1465