29 C
আবহাওয়া
৭:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পোপাসনা শহর দখলের দাবি রমজান কাদিরভের

পোপাসনা শহর দখলের দাবি রমজান কাদিরভের


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ  দাবি করেছেন, চেচেনের বিশেষ বাহিনীর যোদ্ধারা পোপাসনার অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন।টেলিগ্রাম বার্তায় তিনি লেখেন, পোপাসনা শহরের কেন্দ্রীয় জেলা এবং প্রধান সড়ক সম্পূর্ণ মুক্ত করা হয়েছে।পোপাসনা ইউক্রেনের পূর্বের লুহানস্কের একটি অঞ্চল।

তবে চেচেন নেতার এই দাবির বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে জেলেনস্কির একজন উপদেষ্টা শনিবার বলেন, শহরটিতে ব্যাপক যুদ্ধ চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন রাশিয়ার প্রোপাগান্ডার সৈনিকরা অনেক আগে থেকে দাবি করছে, তারা এটা দখল করেছেন। তবে তারা যেমনটি দাবি করছে তেমনটি নয়। শুধুমাত্র চলতি সপ্তাহেই ১১৭ বার তারা পোপাসনা দখলের দাবি করেছেন ।

রমজান কাদিরভ চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আখমাদ কাদিরভের ছেলে। ২০০৪ সালে হত্যাকাণ্ডের শিকার হন আখমাদ। এর তিন বছর পর প্রেসিডেন্ট হন রমজান।

আখমাদ ও রমজান দুজনই প্রথম চেচেন যুদ্ধে (১৯৯৪–১৯৯৬ সাল) রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তবে দ্বিতীয় চেচেন যুদ্ধে (১৯৯৯–২০০০ সাল) রাশিয়াকে সমর্থন জানান বাবা–ছেলে। যুদ্ধে জয় পায় মস্কো। চেচনিয়া পরিণত হয় রাশিয়ার একটি অঞ্চলে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ