35 C
আবহাওয়া
১০:০৬ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » ‘বন্ধ হচ্ছে রশিদ ছাড়া ভোজ্যতেল কেনাবেচা’

‘বন্ধ হচ্ছে রশিদ ছাড়া ভোজ্যতেল কেনাবেচা’

'বন্ধ হচ্ছে রশিদ ছাড়া ভোজ্যতেল কেনাবেচা'

বিএনএ ডেস্ক, ঢাকা: ভোজ্যতেল কেনাবেচায় পাকা রশিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না। আগামী শুক্রবার থেকে এ নিয়ম কার্যক্রর করার কথা জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

মঙ্গলবার (৮ মার্চ) খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সাথে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সভায় এ কথা জানান তিনি।

সফিকুজ্জামান বলেন, রমজান পর্যন্ত চাহিদা মেটাতে দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে। সংকটের ধোঁয়াশা সৃষ্টি করে একটি অসাধু চক্র দাম বাড়ানোর চেষ্টা করছে।

ভোক্তার ডিজি বলেন, বিপণন ব্যবস্থায় কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। দেশে পর্যাপ্ত ভোজ্যতেল মজুদ থাকলেও যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় ভোক্তা অধিদপ্তর।

বিএনএ/এ আর

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ