38 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » UNRWA-কে তহবিল দিল নরওয়ে 

UNRWA-কে তহবিল দিল নরওয়ে 

জাতিসংঘের সংস্থা (The United Nations Relief and Works Agency for Palestine Refugees -UNRWA)

বিশ্ব ডেস্ক: ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা (The United Nations Relief and Works Agency for Palestine Refugees -UNRWA)কে ২৬ মিলিয়ন ডলার পাঠিয়েছে নরওয়ে।

বৃহস্পতিবার(৮ফেব্রুয়ারি) সকালে আলজাজিরা জানায়, নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইড এক্স-এ একটি পোস্টে বলেছেন যে তার দেশ জাতিসংঘের সংস্থাকে ২৬ মিলিয়ন ডলার পাঠিয়েছে।

ইসরাইলের পরামর্শে এক ডজনেরও বেশি দেশ গাজায় মানবিক সহায়তাকারী সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংস্থা UNRWA-এর জন্য তহবিল স্থগিত করেছে।  ইসরাইল ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়ার জন্য সংস্থার ১২ জন কর্মচারীকে অভিযুক্ত করার পরে ওই দেশগুলি তহবিল স্থগিত করে।

নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী অ্যান বিথ টিভিনেরেম একটি অফিসিয়াল বিবৃতিতে বলেন, “গাজার মানুষ ক্ষুধার্ত। স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। যুদ্ধের সমস্ত প্রভাবের পাশাপাশি, অনেকে সংক্রামক রোগে এবং স্বাস্থ্যসেবার অভাবের কারণে মারা যাচ্ছে। ইউএনআরডব্লিউএ-এর প্রচেষ্টার প্রতি আমাদের সমর্থন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ”।

বিএনএ,UNRWA,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ