27 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » পাহাড় কেটে ঘর: মাদ্রাসা অধ্যক্ষসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

পাহাড় কেটে ঘর: মাদ্রাসা অধ্যক্ষসহ ১১ জনের বিরুদ্ধে মামলা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার আরেফিন নগরে পাহাড় কেটে খাসজমি বিক্রি করার ঘটনায় স্থানীয় তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ তৈয়বসহ (৫৫) ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলাটি  দায়ের করেন। চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, তা’লীমুল কোরআন মাদ্রাসার নির্বাহী পরিচালক মোস্তাক আহমেদ, আজিজুল হক, আবদুল মান্নান, আবদুল মাবুদ, ইমরান হোসেন, আনছার উল্লাহ, রোকেয়া বেগম, সিপহাতুল জান্নাত, কামরুন নাহার ও দেলোয়ার হোসেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পাহাড় কাটার অভিযোগে গত ২৪ আগস্ট ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ২৫ আগস্ট শুনানিতে হাজির থাকার নোটিশ দেওয়া হয়। কিন্তু কেউই শুনানিতে হাজির হয়নি। পরবর্তীতে আবার ১ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পাহাড় কাটার সত্যতা পায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অনুনোমোদিতভাবে এক লাখ ঘনফুট পাহাড় কেটে ঘরবাড়ি নিমার্ণ, রাস্তা নিমার্ণ ও পানির কূপ তৈরি করেন অভিযুক্তরা। পাহাড় কাটার বিভিন্ন সময় জরিমানা, সর্তকর্তার নোটিশ দিয়েও পাহাড় কাটা বন্ধ না করায় এ মামলা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, ‘অনুমতি ছাড়া পাহাড় কাটার প্রমাণ পেয়ে এর আগে দুইবার জরিমানা করা হয়েছিল তালীমুল কোরআন মাদ্রাসার প্রধানকে। পুনরায় পাহাড় কাটায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৭ অনুযায়ী প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে এবার জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ