27 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » সোনামসজিদ বন্দর বন্ধ শনিবার

সোনামসজিদ বন্দর বন্ধ শনিবার

সোনামসজিদ বন্দর বন্ধ শনিবার

বিএনএ, ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শনিবার (৮ জুলাই) একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পানামা পোর্ট লিংক লিমিটেড খোলা থাকবে।

ফলে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা দুদেশে যাতায়াত করতে পারবেন। রোববার (৯ জুলাই) থেকে বন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

শুক্রবার (৭ জুলাই) ভারতের মোহদিপুর এক্সপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন এবং পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামাল উদ্দিন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, এদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পণ্য খালাসসহ বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে। বিষয়টি ভারতের মোহদিপুর স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ