21 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ২৯ আরোহীই নিহত

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ২৯ আরোহীই নিহত

রাশিয়ায় বিমান বিধ্বস্ত

বিএনএ, বিশ্ব ডেস্ক : রাশিয়ার পূর্বাঞ্চলীয় ওখটস্ক সাগরে ২৯ আরোহীসহ বিধ্বস্ত এন-২৬ বিমানের কেউ বেঁচে নেই। ধ্বংসাবশেষটি বিমানবন্দরের ৫ মাইল দূরে খুঁজে পাওয়া গেছে বলে দেশটির বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ওখটস্ক সাগরে স্থানীয় সময় মঙ্গলবার বিধ্বস্ত হওয়া এন-২৬ বিমানের বেশিরভাগ অংশই দেশটির জরুরি বিভাগ খুঁজে পেয়েছে। ধ্বংসাবশেষ থেকে ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত বিমানটির কোনো আরোহী বেঁচে নেই।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মোকাবিলাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি কামচাটকার প্রধান শহর পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে উপদ্বীপের পালানা শহরে যাওয়ার পথে নিখোঁজ হয়। নির্ধারিত সময়ে অবতরণ না করায় জানা যায় বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় উদ্ধারকারী হেলিকপ্টার আর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সেখানে একটি দল পাঠানোর পর বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই স্থানটি খুঁজে পাওয়া গেছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ