বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে খাল পাড়ে কাঁদছিলো সদ্য ভূমিষ্ট এক নবজাতক। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে গোসল করতে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান গৃহবধূ মুন্নী দাস। তিনি বাচ্চাটিকে উদ্ধার করে পরম মমতায় বাড়িতে নিয়ে এসেছেন। ‘বিজয়’ নামে বাচ্চাটির নাম রাখা হয়েছে।
মুন্নী দাস উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জলদাস পাড়ার বাদল দাসের স্ত্রী।
মুন্নী জানান, দুপুর ২টার দিকে খালে গোসল করতে গিয়েছিলেন। এসময় খালের ওই পাড়ে একটি শিশু কান্নার শব্দ শুনে পান। অবিরাম কাঁদছিলো শিশুটি। তিনি সাঁতরে ওই পাড়ে গিয়ে দেখেন একটি নবজাতক শিশু তোয়ালে ও কাপড় মোড়ানো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসেছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী বলেন, ৭ নম্বর ওয়ার্ডের শেখ পাড়া এলাকার খালপাড়ে সদ্য ভূমিষ্ট নবজাতকটি কে বা কারা রেখে যান। দুপুরে জেলেপাড়ার গৃহবধূ গোসল করতে গেলে বাচ্চাটিকে দেখতে পেয়ে ঘরে নিয়ে এসেছেন। এটি ছেলে সন্তান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, স্থানীয় মেম্বার হাসানের তথ্য ও সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী বাচ্চাটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। বিজয়ের মাসে তার আগমন। তাই নাম দিয়েছি বিজয়। ‘বিজয়’ এখন সুস্থ আছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়াসমূহ সমাপ্ত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাকে হস্তান্তরের উপযুক্ত মনে করলে চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের “ছোট মনি নিবাস”-এ পাঠানো হবে। এ ব্যাপারে সহযোগিতার জন্য দায়িত্ব প্রদান করা হয় উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেনকে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে বিজয়ের জন্য শীতের কাপড়, ওষুধপত্র এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয় বলে তিনি জানান।
বিএনএনিউজ/ বাবর মুনাফ