36 C
আবহাওয়া
৯:১৭ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু ৮ জুন

ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু ৮ জুন

ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু ৮ জুন

বিএনএ, ঢাকা: গত ৬০ বছরে নির্মিত চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্র নিয়ে বৃহস্পতিবার (৮ জুন) থেকে ১০ দিনব্যাপি চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্র উৎসব ২০২৩ উৎসব উদ্বোধন করা হবে। উৎসব উদ্বোধন করবেন চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের এবং সৈয়দ সালাহউদ্দিন জাকী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন মামুন এবং শুভেচ্ছা বক্তৃতা করবেন চলচ্চিত্রকার ও জেষ্ঠ্য চলচ্চিত্র সংসদকর্মী মোরশেদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা পরিষদ সদস্য অগ্রজ চলচ্চিত্র সংসদকর্মী কাইজার চৌধুরী।

বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপি কর্মসূচির অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

কিংবদন্তি শিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদকর্মী তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’ এবং চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদকর্মী মোরশেদুল ইসলাম নির্মিত ‘চাকা’।

এই চলচ্চিত্র উৎসবে ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তার মধ্যে রয়েছে ২২টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, ১৩টি প্রামাণ্যচিত্র এবং ৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রদর্শনী হবে প্রতিদিন বিকেল ৩টা, বিকেল ৫:৩০টা এবং সন্ধ্যা ৭:৩০টায়।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ