24 C
আবহাওয়া
৪:২২ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » দর বৃদ্ধিতে বিমা কোম্পানিগুলোর দাপট

দর বৃদ্ধিতে বিমা কোম্পানিগুলোর দাপট


বিএনএ ডেস্ক:দেশের পুঁজিবাজারে লকডাউনের দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ এপ্রিল) অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানি তালিকায় সবগুলো বিমা খাতের দখলে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ স্থানে রয়েছে ইসলামি ইন্স্যুরেন্স। কোম্পানির আগের দিনের চেয়ে ১০ শতাংশ দর বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে। কোম্পানি শেয়ার সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৮৭ টাকা ৩০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ফেডারেল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স।

Loading


শিরোনাম বিএনএ