37 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » বাংলাদেশকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড

বাংলাদেশকে ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড

https://www.cricketworldcup.com/video/2519717

প্রথমবারের মতো নারী বিশ্বকাপে খেলছে বাংলাদেশ।প্রথম ম্যাচের মত দ্বিতীয় খেলায়ও জয়ের দেখা পায় নি। এই ম্যাচে  ৯ উইকেটে হারাল নিউজিল্যান্ড।নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০৭ রানে হারে বাংলাদেশ।

বৃষ্টির বাগড়ায় নারী বিশ্বকাপে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচ শুরু হচ্ছে ৪ ঘণ্টা দেরিতে। বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ায় কথা থাকলেও খেলা শুরু হয় ৮টা ৫ মিনিটে।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে দিনের শুরু থেকেই ছিল বৃষ্টি। বৃষ্টি থামার পর টস হয় বাংলাদেশ সময় ৭টা ৪৫ মিনিটে। টস জিতে ফিল্ডিং নেয় স্বাগতিক নিউ জিল্যান্ড।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ২৭ ওভারে নেমে আসে।  বাংলাদেশ নারী দল  ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে।  দুই ওপেনার ফারজানা হক (৫২) আর শামীমা সুলতানার (৩৩)  ব্যাটে চড়ে ১৪০ রান পায় বাংলাদেশ।

১৪১ রানের তাড়ায় ঝড়ের বেগে রান তুলেন নিউজিল্যান্ডের দুই ব্যাটার।

২০ ওভারে ১৪৪ তুলে ফেলা নিউজিল্যান্ড হেসেখেলে ম্যাচটা জিতে গেল ৯ উইকেটেই।

বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন কিউই ব্যাটার সুজি বেটস। ৬৮ বলে ৮টা চারের সাহায্যে ৭৯ রান করেন তিনি।  এরইসঙ্গে নারী বিশ্বকাপে এক হাজার রান হয়ে গেল ডানহাতি এই ব্যাটারের।  ২১ ইনিংসে এ রান জমা করেছেন তিনি।

শক্তিমত্তায় নিউ জিল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিউই নারী দল এর আগে চারবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে। শিরোপা জিতেছে একবার। সেখানে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে খেলছে। অন্যদিকে নিউ জিল্যান্ডের ঘরের মাঠ হওয়ায় তারা ফুরফুরে মেজাজে খেলছে।New Zealand won by 9 wickets (DLS method)

পড়ুন আগের নিউজ: বৃষ্টির বাগড়ায় খেলা গড়াল ২৭ ওভারে

বিএনএনিউজ২৪,জিএন

Total Viewed and Shared : 14 


শিরোনাম বিএনএ