বিএনএ, খুলনা: বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক ও বিএনপি নেতা হায়াত উদ্দিন হত্যার দুই দিন পর থানায় মামলা হয়েছে। গতকাল রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা করেছেন।
নিহত হায়াত উদ্দিন (৪২) এর বাড়ি বাগেরহাট পৌর শহরের উত্তর হাড়িখালী এলাকায়। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। হায়াত উদ্দিন একসময় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
বাগেরহাট সদর থানার ওসি মোঃ মাহমুদ—উল—হাসান বলেন, নিহত হায়াত উদ্দিনের মা হাসিনা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় একই এলাকার বিএনপি কর্মী মো. ইসরাইল মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালী এলাকায় একটি দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। এ সময় কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শনিবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ মর্গে হায়াত উদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাতে জানাজার পর নিজ বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়।
বিএনএ/শাম্মী
![]()
