28.2 C
আবহাওয়া
৯:২৬ অপরাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » মালিতে ২ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

মালিতে ২ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : মালির উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে জাতিসংঘ শন্তিরক্ষা মিশনের অন্তত দুই শান্তিরক্ষী নিহত ও আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।  স্থানীয় সময় মঙ্গলবার সকালে টেসালিট শহর এবং গাও শহরের মধ্যবর্তী এলাকায় ওই বিস্ফোরণটি ঘটেছে।

মঙ্গলবার জাতিসংঘের বহুমাত্রিক সমন্বিত স্থিতিশীলতা মিশন (মিনুসমা) বলছে, নিহতরা মিশরের নাগরিক ছিল।

দেশটির উত্তরাঞ্চলে ইসলামপন্থী বিদ্রোহীরা তৎপরতা শুরু করলে, এক দশকেরও বেশি সময় আগে এই সংঘাতের শুরু হয়। কিছু জঙ্গি আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কযুক্ত বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শান্তিরক্ষীদের উপস্থিতি সত্ত্বেও জঙ্গিরাই প্রতিনিয়ত জয়ী হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, সংঘর্ষে এ পর্যন্ত হাজার হাজার মানুষ মারা গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ।

২০২২ সালের প্রথম ছয় মাসে দশজন শান্তিরক্ষী সেখানে নিহত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ