33 C
আবহাওয়া
১২:৫৬ পূর্বাহ্ণ - জুন ৭, ২০২৩
Bnanews24.com
Home » ভারতে ১০ হাজার ভাইল প্রতিষেধক পাঠিয়েছে বাংলাদেশ

ভারতে ১০ হাজার ভাইল প্রতিষেধক পাঠিয়েছে বাংলাদেশ

ভারত - বাংলাদেশ

বিএনএ, ঢাকা : বাংলাদেশী জনগণের পক্ষ থেকে কোভিডে বিপর্যস্ত প্রতিবেশী দেশ ভারতের কাছে ১০ হাজার ভাইল প্রতিষেধক টিকা হস্তান্তর করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার পেট্রাপোল স্থল-বন্দরের ভারতীয় সীমান্তে ভারত সরকারের প্রতিনিধিদের কাছে এই চিকিৎসা সহয়তা হস্তান্তর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ১০ হাজার টিকা বাংলাদেশী কোম্পানী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে উৎপাদিত হয়েছে।

এটা ভারতে পাঠানো ওষুধ ও স্বাস্থ্য রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামাদির প্রথম চালান। এই চিকিৎসা সহায়তা পাঠানোর আগে কোভিডের ভয়াবহতায় বিপর্যস্ত পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের জনগণের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিল।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ