30 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

বিএনএ, ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন,দেশের চলমান টিকা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে দ্রুততম সময়ের মধ্যে অন্তত ৪০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,যুক্তরাষ্ট্রের ৬০ মিলিয়ন ডোজ টিকা অতিরিক্ত রয়েছে। আমরা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জন্য ১০ থেকে ২০ মিলিয়ন টিকা চেয়েছি। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সংগ্রহের জন্য সরকার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকার জোগানে ঘাটতি থাকায় ২৬ এপ্রিল প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ করার পর বুধবার ৫ মে টিকা নিতে নিবন্ধন বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কভিড-১৯ টিকাদান কর্মসূচির নিবন্ধন বন্ধ থাকবে।

ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের ওপর নির্ভর করেই বাংলাদেশ টিকা কার্যক্রম শুরু করেছিল।
এ দিকে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে এখন ১৩ লাখ ডোজের বেশি টিকার ঘাটতি তৈরি হয়েছে।

বিএনএ/ওজি

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ