26 C
আবহাওয়া
১১:৩৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে কারাগার ও দামপাড়া পুলিশ লাইন্সে হামলা

চট্টগ্রামে কারাগার ও দামপাড়া পুলিশ লাইন্সে হামলা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের লালদীঘির পাড়ে কেন্দ্রীয় কারাগার ও দামপাড়ায় পুলিশ লাইনসে হামলার চেষ্টা করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকেলে এ হামলার চেষ্টা করা হয়। তবে পুলিশ ও কারারক্ষীরা হামলা প্রতিরোধ করেন।

বিকেল সাড়ে ৫টার সামনে দামপাড়া পুলিশ লাইন্সের সামনে অনেক বিক্ষোভকারী ছিল। ভাঙচুর করে ও আগুন দেওয়ার চেষ্টা করে তারা।

পরবর্তীতে পুলিশ সেখানে গুলি করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সবাইকে সরিয়ে দেয়।

চট্টগ্রাম জেল সুপার মো. মনজুর হোসেন বলেন, কারাগারের ভেতরে থাকা কারাবন্দীদের শান্ত রাখার চেষ্টা করছেন। আর ফটকের বাইরে প্রচুর মানুষ জড়ো হয়ে আছেন।

বর্তমানে কারাগারে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া নতুন এক হাজারসহ সাড়ে পাঁচ হাজার বন্দী রয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ