বিএনএ, ঢাকা: রাজধানীর পল্লবীতে বারৈনটেক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে আল আমিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুন) সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. তোফায়েল আহমেদ জানান, সংবাদ পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, আমরা নিহতের আত্মীয়ের কাছে থেকে জানতে পেরেছি সে একটি সাবান ফ্যাক্টরি শ্রমিক ছিল। সকালের দিকে তার নিজ বাসা থেকে ফ্যাক্টরিতে যাওয়ার পথে পাশের একটি নির্মাণাধীন ভবনের ওপর থেকে একটি ইট তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আল আমিন পল্লবীর বারৈনটেক এলাকার ৪১/৪ নম্বর বাসায় থাকতেন। তার বাবার নাম আবুল কাশেম।
বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম
Total Viewed and Shared : 1502