বিএনএ ডেস্ক: ২০২২ সালে ও ২০২৩ সাল জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি পরীক্ষা হবে না। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৫ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর আমরা রোল-আউটে যাচ্ছি। কিন্তু আগামী বছর ক্লাস এইট যাবে না। পরের বছর যাবে। তারপরও জেএসসি পরীক্ষা নেয়ার একেবারেই সুযোগ নেই।’
দীপু মনি বলেন, ‘পরীক্ষার পরিবর্তে এখন স্কুল পর্যায়ে যেভাবে মূল্যায়ন হয়, সেভাবেই মূল্যায়ন হবে। এই মূল্যায়নের ওপর ভিত্তি করেই শিক্ষার্থীদের সনদ দেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বছর থেকে নতুন কারিকুলাম শুরু হবে। অষ্টম শ্রেণি পর্যায়ে শুরু হবে ২০২৪ সালে। এই বছর পরীক্ষা হবে না। কাজেই আগামী বছরও পরীক্ষা নেয়ার কোনো কারণ থাকবে না।
বিএনএ/ এ আর
Total Viewed and Shared : 14