29 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - জুন ৬, ২০২৩
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তিন ইউনিয়নে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ভোলাপাড়া গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর (৪০), চরবাগডাঙ্গা ইউনিয়নের রফিকুল ইসলাম (৩৫) এবং দেবীনগর ইউনিয়নের ইসারুল ইসলাম (৪২)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে সাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে হরিশপুর গ্রামের চাঁদতারা মসজিদের সামনে বজ্রপাতে মারা যান জাহাঙ্গীর।

অন্যদিকে চরবাগডাঙ্গা এলাকায় ধান কাটতে গিয়ে ফরিদ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম এবং দেবীনগর গ্রামে মোজাম্মেলের ছেলে ইসারুল মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 123 


শিরোনাম বিএনএ