38 C
আবহাওয়া
৬:৫৬ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » শিল্পমন্ত্রীকে বিদায় করতে বললেন ইনু

শিল্পমন্ত্রীকে বিদায় করতে বললেন ইনু


বিএনএ : আঙুর-আপেলের বদলে ইফতারে বরই খাওয়ার পরামর্শ দেওয়ায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কঠোর সমালোচনা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘গরিব মানুষ বরই খাবে, আর তুমি আঙুর – খেজুর খাবা? তা হবে না, তা হবে না।’

গত সোমবার বিকেলে রাজশাহী বিভাগীয় জাতীয় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন। নগরের বাটার মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

হাসানুল হক ইনু বলেন,  এক মন্ত্রী বলেছেন, ’রোজার সময়ে খেজুর আর আঙুর দিয়ে ইফতার কইরেন না, বরই দিয়ে করেন।’ শিল্পমন্ত্রীর উদ্দেশ্যে জাসদ সভাপতি বলেন, আজকের বাজারে নিত্যপণ্যের মূল্যে মানুষ জর্জরিত। আপনি মানুষের সঙ্গে ঠাট্টামশকরা করছেন?

যুবকদের প্রতি জেগে ওঠার আহ্বান জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘বরইয়ের বস্তা ওই মন্ত্রীর বাড়িতে ফেল। আমি বরই দিয়ে ইফতারি করব, আর তুমি খেজুর – আঙুর খাবা? সাহস থাকে তো খেজুর আর আঙুরের আমদানি নিষিদ্ধ কর।’

উল্লেখ্য, রাজধানীর ওসমানী মিলনায়তনে আজ সোমবার জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙুর লাগবে কেন? আপেল লাগবে কেন? আমাদের দেশে আর কিছু নাই? পেয়ারা খান, বরই খান। ইফতারের প্লেটটা ওইভাবে সাজান।’

মন্ত্রীর তীব্র সমালোচনার পরই হাসানুল হক উপস্থিত জনতার উদ্দেশ্যে হেসে বলেন, ‘দুঃখে রাগ হলো, বুঝলেন না। তারপর আবার মনে করতে পারেন ইনু সাব ভোটে হারছে, এ জন্য রাগ করতেছে। না ভাই, আমি যখন মন্ত্রী ছিলাম, তখন মন্ত্রিপরিষদে এভাবে কথা বলেছি আঙুল তুলে। সংসদ সদস্য থাকা অবস্থায় সংসদে যা অবস্থা, তা-ই বলেছি। কোনো রাগের ব্যাপার নাই। রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে জনগণকে যদি স্বস্তি দিতে না পারেন, কষ্টে রাখেন, তারা যদি হতাশ হয়, সেই সুযোগ বিএনপি-জামায়াত নেবে। তারা সেই সুযোগে টিকে আছে।’

বিএনএনিউব/শামীমা চৌধুরী শাম্মী/এইচ.এম/হাসনা

 

 

Loading


শিরোনাম বিএনএ