বিএনএ ডেস্ক, ঢাকা: ময়মনসিংহ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অপবাদ ছড়ানো হয়। তবে অভিযোগ সত্য না হওয়ায় শিক্ষকের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর দায়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনকে বিভিন্ন মেয়াদে কলেজের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬ টায় বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।
বহিস্কারকৃতদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে ৩ বছর, দুজনকে ২ বছর ও ৭ জনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়।
এছাড়া শিক্ষকের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর ঘটনায় ৮ শিক্ষার্থীকে সতর্ক করে মেডিকেল কলেজ প্রশাসন।
বিএনএ/ এ আর
Total Viewed and Shared : 16