36 C
আবহাওয়া
৮:০৮ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু

বিএনএ, ঢাকা : একাদশ জাতীয় সংসদের ২১তম ও ২০২৩ সালের প্রথম অধিবেশন শুরু হয়েছে।  বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর  সভাপতিত্বে শুরু হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

এর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনের শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি। এর পর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে একাদশ জাতীয় সংসদের অধিবেশনে এটাই হবে রাষ্ট্রপতির শেষ ভাষণ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ