23 C
আবহাওয়া
৮:২২ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » জাপানে মার্কিন ঘাঁটিতে ছড়িয়ে পড়েছে করোনা

জাপানে মার্কিন ঘাঁটিতে ছড়িয়ে পড়েছে করোনা


বিএনএ, বিশ্বডেস্ক : জাপানের ওকিনাওয়া দ্বীপের মার্কিন সামরিক ঘাঁটিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সেখানে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণার চিন্তা করছে জাপান সরকার।

দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, মার্কিন সামরিক ঘাঁটি থেকেই করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

বুধবার (৫ জানুয়ারি) জাপানের গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চলতি সপ্তাহে জরুরি অবস্থা ঘোষণা দিতে পারেন। গতকাল ওকিনাওয়ার সরকারি কর্মকর্তারা ২২৫টি সংক্রমণের কথা জানিয়েছেন যার মধ্যে ওমিক্রণ ভ্যারিয়েন্টের সংক্রমণ রয়েছে ৪৭টি।

জাপানে ৪৭ হাজার মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে যার মধ্যে অর্ধেকের বেশি অবস্থান করছে ওকিনাওয়া দ্বীপে। এই নিয়ে ষষ্ঠবারের মতো সেখানে মোতায়েন মার্কিন সেনারা করোনাভাইরাসের ঢেউয়ের কবলে পড়ল। সর্বশেষ এই ঢেউয়ে এক হাজার মার্কিন সেনা করোনা আক্রান্ত হয়েছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ