27 C
আবহাওয়া
৫:৩২ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার

ঢাকায় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার


বিএনএ, বিশ্বডেস্ক : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ঢাকা সফরে এসেছেন। ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে তিনি দুই দিনের সফরে শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা পৌঁছেন।

তাকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় টনি ব্লেয়ার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, টনি ব্লেয়ারের লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ-এর এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। এর আগে ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় আসেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ