31 C
আবহাওয়া
২:২০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৩
Bnanews24.com
Home » নাটোরে গৃহবধূকে এসিড নিক্ষেপ

নাটোরে গৃহবধূকে এসিড নিক্ষেপ

নাটোরে গৃহবধূকে এসিড নিক্ষেপ

বিএনএ, নাটোর : নাটোরের গুরুদাসপুরে বাড়ীতে ঢুকে পান্না (৩২) নামে এক গৃহবধূকে বেধড়ক মারপিট করে এসিডে ঝলছে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৩ জুন) বিকেল পৌনে ৩টার দিকে বাজার সংলগ্ন শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূর দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থান এসিডে পুড়ে গেছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আহত গৃহবধূ পান্না বলেন, নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় আমাকে মারপিট করে শরীরে এসিড নিক্ষেপ করে মিলন ও তার সন্ত্রাসী বাহিনী। শুধু তাই নয়, বাড়িঘর ভাংচুর করে নগদ টাকা ও ৫ ভরি গহনা লুট করে নিয়ে গেছে মিলন বাহিনী।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, মিলনের বড়ভাই এমদাদুল হককে আটক করা হয়েছে। মিলন ও তার সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 137 


শিরোনাম বিএনএ