28 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - মে ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিএনএ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে সাইফুল (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে কোনো এক সময় উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়নের নগরপাড়ার হাসান আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যান।এ সময় ভারতের ১৫৯, বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। তার লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তারা জানায়।

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার পরিবার বিষয়টি তাকে অবহিত করেছে।

১৬- বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ