27 C
আবহাওয়া
৭:০১ পূর্বাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকা সফরে দল ঘোষণা; টেস্ট স্কোয়াডে সাকিব

দক্ষিণ আফ্রিকা সফরে দল ঘোষণা; টেস্ট স্কোয়াডে সাকিব

সাকিবের অনন্য যত রেকর্ড

বিএনএ ডেস্ক, ঢাকা: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিবি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে খেলার বিষয়টি মোটামুটি নিশ্চিত থাকলেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের টেস্ট খেলা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে সব গুঞ্জন উড়িয়ে টেস্ট দলেও দেখা গেছে সাবিকের নাম।

১২ মার্চ দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর কথা রয়েছে বাংলাদেশ দলের। সফরে তিনটি ওয়ানডে আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুরুল হাসান সোহান।

বিএনএ/ এ আর

Total Viewed and Shared : 133 


শিরোনাম বিএনএ