বিএনএ, ঢাকা: রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া তেলবাহী লরির ধাক্কায় আলামিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।সোমবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খিলক্ষেত কুড়াতলী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের বাড়ি নরসিংদী মনোহরদী এলাকায়।তিনি কোনো কাজের জন্য ঢাকায় এসেছিলেন। তার পরিচিত একজনের সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় খিলক্ষেত কুড়াতলী ফ্লাইওভারের নিচে তেলবাহী একটি লরি তাদের ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে মোটরসাইকেল চালক ভালো আছেন।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই তেলবাহী লরি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।
বিএনএ/আজিজুল, এমএফ