24 C
আবহাওয়া
৮:১৫ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ২৭, ২০২৪
Bnanews24.com
Home » নতুন ‘প্রেমে’ হাবুডুবু খাচ্ছেন বাঁধন

নতুন ‘প্রেমে’ হাবুডুবু খাচ্ছেন বাঁধন

বাঁধন

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন নতুন করে ঘর বাঁধছেন। শিরোনাম বিস্ময়কর মনে হলেও সত্যিটা অন্যরকম। সম্প্রতি কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির একটি ছবিতে অভিনয় করছেন এ অভিনেত্রী। বাঙালি লেখক নাজিম উদ্দিনের লেখা ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ উপন্যাস অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করছেন সৃজিত।

ভিন্নধারার থ্রিলার ও অ্যাডভেঞ্চারধর্মী উপন্যাস নিয়ে নির্মিতব্য ওয়েব সিরিজের অন্যতম কেন্দ্রীয় চরিত্র মুশকান জুবেরী চরিত্রে অভিনয় করছেন বাঁধন।

ওয়েব সিরিজটিতে খরাজ খাসনবিশ চরিত্রে অঞ্জন দত্ত, নিরূপণ চন্দ চরিত্রে রাহুল বোস, আতর আলী চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য ও ওসি তপন শিকদার চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অভিনয় করছেন।

নতুন প্রেম সম্পর্কে সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে বাঁধন বলেন, আমি মুশকান জুবেরীর প্রেমে হাবুডুবু খাচ্ছি। এখনো প্রেমেই পড়ে আছি। এই চরিত্রটাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। যখন প্রথম পড়েছি তখনই মজে গিয়েছিলাম চরিত্রে। খুব সুন্দর একটা চরিত্র।

প্রসঙ্গত, ২০১০ সালের ৮ সেপ্টেম্বর কানাডা প্রবাসী মাশরুর সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয় বাঁধনের। বছর চার পরে ২০১৪ সালের ২৬ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ