27 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - মার্চ ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু আপডেট, নতুন করে আক্রান্ত ১৮৮

ডেঙ্গু আপডেট, নতুন করে আক্রান্ত ১৮৮

ডেঙ্গু, একদিনে ৩ জনের মৃত্যু

বিএনএ ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকাতে ১৫৮ জন এবং সারাদেশে ভর্তি হয়েছেন ৩০ জন।

শনিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়কিএক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৯৪ জন। আর দেশের অন্য বিভাগগুলোতে ২১০ রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৫৫০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৪৭৮ জন রোগী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং চলতি মাসে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয় বলে জানান স্বাস্থ্য অধিদফতর।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ