27 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৪
Bnanews24.com
Home » চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বিএনএ ডেস্ক, ঢাকাচূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। বুধবার (২ মার্চ) বিকেলে নির্বাচন ভবনে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তালিকা প্রকাশ করা হয়।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের আইডিএ প্রকল্প (২য় পর্যায়) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম বলেন, চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ইসির সার্ভারে ১৫ লাখ ৬৬ হাজার ১০৩ জন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। সেই হিসেবে বর্তমানে ভোটার ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।

অনুষ্ঠানে জানানো হয়, নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। আর পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৫৪ জন।

এর আগে, ২০২১ সালের ২ মার্চ দেশের ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন।

জানা যায়, ভোটার তালিকা হালনাগাদে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের কথা থাকলেও গত দুই বছর সেটা করা হয়নি। ফলে ভোটার নিবন্ধনে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের দফতরে গিয়ে অফলাইন ও অনলাইনে প্রাপ্ত আবেদন এবং ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহের সময়ে ১৬ বছর বয়সিদের যে তথ্য সংগ্রহ করা হয়েছিল তাদেরকে এই হালনাগাদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর ২ মার্চ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। 

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ